বেতন ভাতার দাবিতে চুয়াডাঙ্গায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধাদি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২ জুন) চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি আয়ুব আলী, সহ-সভাপতি আশাবুল হক বিশ্বাস, আবু বক্কর বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা হাফিজুর রহমান কাউসার, সদস্য কেএম আবুস সবুর, জামিল শেখ, শের আলী প্রমুখ।

অবিলম্বে দাবি বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

বিজ্ঞাপন