দেয়াল ভেঙে গ্যাস-পানির লাইন বিচ্ছিন্ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী জেলা শহরের গোদার মসজিদের পূর্ব পাশে সরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রের দেয়াল ভেঙে গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, গত ২৯ জুন বিকেলে দেয়ালটি ভেঙে পুকুরে পড়ে যায়। দেয়ালটি ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে ভাঙা দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে দুইজন আহত হয়েছেন। এছাড়া গ্যাসের লাইন ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নোয়াখালী কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. এ.এম.রেজ্জাকুল হায়দার জানান, খুব দ্রুত ভাঙা স্থানটি ঠিক করা হবে। গ্যাস ও পানির লাইনে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হবে।