কুমিল্লায় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার লাকসামে খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সালেপুর পশ্চিমপাড়ায় সুরুজ মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন খালের ওপর সরকারি খাস জায়গায় অবৈধভাবে স্থাপনা ও কালভার্ট নির্মাণ করেন। উপজেলা প্রশাসন একাধিকবার নোটিশ করলেও তিনি কর্ণপাত করেননি।
বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রাণি চাকমার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
পশ্চিমগাঁও ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহসিন বার্তা২৪.কম-কে জানান, এ মৌজার ৭৭৯ দাগে সরকারের ১নং খাস জায়গায় কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে স্থাপনা নির্মাণ করেছেন বিল্লাল হোসেন। বারবার নোটিশ দিলেও তিনি জবাব দেননি। তাই বাধ্য হয়ে প্রশাসন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার লোকমান হোসেন, উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার মোঃ আরিফুর রহমানসহ লাকসাম থানার উপ-পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ।