চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৫ জুলাই) ভোরে সদর উপজেলার সাদ্দামেরচর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি ছয়টি পিস্তল, একটি রিভলবার, তিনটি ওয়ান শ্যুটারগান, ১০টি ম্যাগজিন ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

Arms Recovery

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পদ্মা নদী দিয়ে মাঝিসহ একটি ডিঙ্গি নৌকা ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। তখন টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি নদীতে লাফ দিয়ে ভারতের দিকে সাঁতরে পালিয়ে যায়। ওই ব্যক্তিকে আটক করার জন্য টহল দলের সদস্য জেসিও-৭৩৭৮ সুবেদার মো. লিয়াকত আলী তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি করে। তবুও তাকে ধরা যায়নি।

Arms Recovery 1

ওই মাঝির ফেলে যাওয়া ডিঙ্গি নৌকাটি তল্লাশি করে মাছ ধরা জালের নিচে থাকা ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।