বাইশারীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
বান্দরবানের রাবার শিল্পাঞ্চল এলাকার বাইশারী উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে আট শতাধিক শিক্ষার্থীদের পাঠদান। শিক্ষাপ্রকৌশল অধিদফতরের অর্থায়নে নতুন ভবন নির্মাণে বড় বড় গর্ত করা হয়েছে। কিন্তু কাজ বন্ধ থাকায় টানা বর্ষণে পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে শঙ্কা নিয়েই ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান।
বিদ্যালয়ের অধ্যক্ষ হরিকান্ত দাশ বার্তা২৪.কম-কে বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য পুরনো ভবনের পাশে বিশাল গর্ত করে মাটি সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু নির্মাণ কাজ বন্ধ থাকায় বৃষ্টিতে পুরাতন ভবনের পিলারের নীচ থেকে মাটি সরে যাচ্ছে এবং ভবনের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলমকে জানানো হয়েছে।’
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছালেহা ছিদ্দিকা জানান, নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু শিক্ষার্থীদের সেখানেই ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সব সময় ভবন ধসের শঙ্কায় থাকে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মাবুদ বার্তা২৪.কম-কে বলেন, ‘বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্তমানে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বৃষ্টিতে পুরনো ভবনের পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে ক্লাস করছে। নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও চার মাস ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে টানা বৃষ্টিতে পুরাতন ভবনটির পিলারের নীচ থেকে মাটি সরে গিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’
বাইশারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে সরজমিনে স্কুলের আশপাশ ঘুরে দেখেছি। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দায়িত্বে নিয়োজিত প্রকৌশলীকে মুঠোফোনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।’
নির্মাণ কাজের ঠিকাদার আব্দুল আলীম বাহাদুর বার্তা২৪.কম-কে বলেন, ‘পুরাতন ভবনের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তবে শিক্ষা প্রকৌশল অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।