পাবনা বিএনপির কমিটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি!
বিএনপির সদ্য ঘোষিত পাবনা জেলা আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি।
তারা হলেন- পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক একেএম আখতারুজ্জামান।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৫ জুলাই) এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।’
এদিকে দীর্ঘ ২৫ বছর পর পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর ও আলোচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে গত ৩ জুলাই। ঐ রায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
বিএনপির আহ্বায়ক কমিটিতে তিন জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্থান পাওয়ায় বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন, ‘বিএনপির চরিত্র কেমন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর ফখরুল সাহেব প্রমাণ করে দিলেন।’
এ বিষয়ে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান বলেন, ‘কমিটির প্রক্রিয়াটা ছিল অনেক আগে থেকে। কমিটির তিনজন সদস্য ইতোমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাৎণিকভাবে তাদের নাম সংশোধন করার সুযোগ ছিল না।’