গলাচিপায় শিশু ধর্ষণ: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মাদ ফরাজীকে গ্রেফতার করে‌ছে পুলিশ।

রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার হরিদেবপুর খেয়াঘাট থে‌কে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা পালিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মো‌র্শেদ জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ জুন গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস হাদিউল উম্মা মহিলা মাদরাসার ১১ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক মোহাম্মাদ ফরাজী। ঘটনার সময় ওই ছাত্রী মাদরাসায় পড়তে গিয়েছিল। মোহাম্মাদ ফরাজী ওই মাদরাসার শিক্ষক।

বিজ্ঞাপন

এ ঘটনায় মোহাম্মাদ ফরাজীকে আসামি করে শিশুটির বাবা বাদী হয়ে শনিবার (৬ জুলাই) গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।