‘বেনাপোল বন্দর আরও আধুনিক হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া/ ছবি: বার্তা২৪.কম

বেনাপোল স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘ট্রলি উদ্বোধনে বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে যেমন তারা স্বাচ্ছন্দবোধ করবে, তেমনি বন্দরের লিংক রোডে সব ধরনের পণ্য উন্মুক্তকরণে আমদানি, রফতানি বাণিজ্যে গতি ফিরবে।’

বোরবার (৭ জুলাই) বিকালে বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন, বন্দরের লিংক রোডে উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে ট্রলি ও লিংক রোড ছাড়াও কাস্টমস হাউজে ল্যাব ও চেয়ারম্যান সড়ক উদ্ভোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও কাস্টমস হাউস পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘ট্রলি চালুর ফলে বহিরাগতদের হয়রানি কমবে। আগামীতে ইমিগ্রেশনকে আরও আধুনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের বাজেট বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয়, সেজন্য ডিউটি এডজাস্ট করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

এ সময় তার সাথে ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দরকার আমিনুর রহমান, প্রথম সচিব মো: গিয়াস কামাল চৌধুরী, বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, যশোর ভ্যাট কাস্টমস হাউজের কমিশনার শওকত হোসেন, বেনাপোল সিএন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান প্রমুখ।