পটুয়াখালীতে ভারী বর্ষণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীতে ভারী বর্ষণ হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীতে ভারী বর্ষণ হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

গত কয়েক দিন থেকে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে জেলায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন।

বৃষ্টির কারণে জীবিকার তাগিদে যাদের ঘরের বাইরে বের হতে হচ্ছে, তারা বেশি ভোগান্তিতে পড়ছেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/09/1562662825057.jpg

এদিকে পটুয়াখালী শহরের সড়কগুলোতে অন্যসব দিনের থেকে যানবাহনের সংখ্যা কিছুটা কম। আর অফিস আদালতেও মানুষের উপস্থিতি তেমন একটা নেই। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

পাশাপাশি অতিবর্ষণ এবং জমিতে পানির উচ্চতা বাড়ায় কৃষকরা বাধ্য হয়ে আমনের বীজতলা তৈরি ও চাষাবাদ বন্ধ রেখেছে।