নরসিংদী-গুলিস্তান রুটে নতুন বিআরটিসি এসি বাস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

নরসিংদী-গুলিস্তান রুটে নতুন বিআরটিসি বাস। ছবি: বার্তা২৪.কম

নরসিংদী-গুলিস্তান রুটে নতুন বিআরটিসি বাস। ছবি: বার্তা২৪.কম

নরসিংদী-গুলিস্তান রুটে নতুন বিআরটিসি এসি বাস চালু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এই বাস চলাচলের উদ্বোধন করেন।

নরসিংদী বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নরসিংদী পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক প্রমুখ।

বিজ্ঞাপন

নরসিংদীর বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে ৫টি বিলাসবহুল বিআরটিসি এসি বাস নরসিংদী-গুলিস্তান রুটে চলাচল শুরু করেছে। নরসিংদী বাস ডিপো থেকে এ সার্ভিস চলবে। পর্যায়ক্রমে মোট ২০টি বিলাস বহুল এসি বাস এই রুটে যাত্রী সেবা দেবে।