সন্ধ্যায় কমিটি ঘোষণা, রাতে বাতিলের দাবি

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গৌরীপুর ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, ছবি: বার্তাটোয়েন্টিফোর

সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গৌরীপুর ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, ছবি: বার্তাটোয়েন্টিফোর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি উঠেছে। কমিটি দু’টি বাতিলের দাবিতে মঙ্গলবার (৯ জুলাই) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্রোহীরা।

মিছিলে নেতৃত্ব দেন সদ্য সাবেক হওয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও পৌর শাখার সভাপতি উত্তম সরকার।

বিজ্ঞাপন

মিজানুর রহমান বলেন, গঠনতন্ত্র অমান্য করে বয়সোর্ধ্ব, বিবাহিত ও হত্যা মামলার আসামিদের দিয়ে ছাত্রলীগের উপজেলা ও পৌর শাখার দু’টি কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমরা দ্রুত কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

এর আগে সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী গৌরীপুর উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করেন। এক বছর মেয়াদী এই দুই কমিটির ঘোষণার পর অনেকেই শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

Gouripur-BSL

উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে আল মুক্তাদির ও সাধারণ সম্পাদক হিসেবে ইমতিয়াজ সুলতান জনি মনোনীত হয়েছেন।

পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে আল হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মনোনীত হয়েছেন।

উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি আল মুক্তাদির বলেন, সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে অচিরেই ছাত্রলীগের দু’টি শাখায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।