ভাড়া নিয়ে ঝগড়া, বাস খালে, আহত ১৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীর সেনবাগের রাস্তার মাথার পশ্চিমে এবি ফুডের সামনে বেপরোয়া গতির যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১৫জন যাত্রী আহত হয়েছেন।

বাসের যাত্রীদের ভাষ্যমতে, বাসের যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বাস কন্টাক্টারের ঝগড়া লাগে, পরে বাস ড্রাইভার ওই ঝগড়ায় মনোনিবেশ করলে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগন থানার (ইনভেস্টিগেশন) অফিসার আবদুল আলিম, ঘটনাস্থল থেকে মুঠোফোনে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে কোনো যাত্রীর মরদেহ পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনায় ১৫জন যাত্রী আহত হয়েছেন। পরে খালে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে কোনো নিহতের মরদেহ পাওয়া যায়নি। সর্বশেষ দুপুর ১টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন