ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের জেল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কারাদণ্ডের প্রতীকী ছবি, ছবি: সংগ্রহীত

কারাদণ্ডের প্রতীকী ছবি, ছবি: সংগ্রহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় এক আসামির ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা যুগ্ম দায়রা জজ আদালত।

বুধবার (১০ জুলাই) সকালে আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। এ সময় আদালতে আসামির উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ আলম ওরফে মোরশেদুল হক গেঞ্জু (৩২) কক্সবাজার জেলার রামু থানার মন্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ বলেন, ‘আসামি মোরশেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ১৪ বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ধার্য করেছেন আদালত। আসামি ইয়াবাসহ গ্রেফতার হবার পর থেকে জামিনে বের হতে পারেনি। আর সে কারণেই দ্রুততম সময়ে আমরা বিচারকাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মোরশেদকে আটক করে পুলিশ। এসময় মোরশেদ কক্সবাজার থেকে বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান করে থাকে বলে স্বীকার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা।