‘গান্ধী আশ্রমকে আন্তর্জাতিক মানের করা হোক’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

স্মরণ সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ছবি: বার্তাটোয়েন্টিফোর

স্মরণ সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ছবি: বার্তাটোয়েন্টিফোর

গান্ধী আশ্রমকে আন্তর্জাতিক মানের করা হলে, এ কাজে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জয়াগ গান্ধী আশ্রমে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি এ কথা জানান। সদ্য প্রয়াত গান্ধী আশ্রমের সচিব ঝর্ণাধারা চৌধুরীর স্মরণে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধীর শান্তি, সম্প্রীতি ও অহিংসার চেতনা সব সময় ধারণ করতে হবে। সমাজে নানা অবক্ষয় রোধে এ চেতনার বিকল্প নেই।

গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান সাংবাদিক স্বদেশ রায়ের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, অধ্যাপক ড. মুনতাসির মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড.জামাল উদ্দিন আহম্মেদ এফসিএসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৭ জুন ঢাকার একটি বেরসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণাধারা চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন।