চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৩ কৃষক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়োন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকে আহাজারি করছেন স্বজনরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকে আহাজারি করছেন স্বজনরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছেনে। শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার খোরদা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর জেলার বারাদীর কলাইডাঙ্গা গ্রামের ইয়ামিনের ছেলে হুদা(৩২) একই গ্রামের মকবুলের ছেলে আলামিন(৩০) ও বরকত আলীর ছেলে হাসিবুল(৩৪)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মেহেরপুর বারাদী বাজার থেকে আলমডাঙ্গা খোরদা মাঠে কলা বগানে কাজ করতে এসেছিল নিহত তিন কৃষক। তাদের সঙ্গে অন্যান্য কৃষকরাও ছিলেন। বিকেলে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন