যশোর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

পাসের খবরে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

পাসের খবরে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এবার এই বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬০ দশমিক ৪০ শতাংশ।

আর জিপিএ-৫ গত বছরের চেয়ে এবার বেশি পেয়েছে ৩ হাজার ২শ ২৩ শিক্ষার্থী। পাসের হারের দিক থেকে খুলনা জেলা সবার উপরে। ওই জেলায় পাসের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ এবং সবচেয়ে খারাপ করেছে নড়াইল জেলা। তাদের পাসের হার ৬৯ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞাপন

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে।

তিনি আরও জানান, এ বছর ইংরেজি, পরিসংখ্যান ও তথ্য প্রযুক্তি বিষয়ে ছেলেমেয়েরা একটু খারাপ করেছে।

বিজ্ঞাপন

যশোর বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ২৬ হাজার ২২৯ জন। পাস করেছে ৯৫ হাজার ৪৯৫ জন। পাসের দিক থেকে ছাত্রীরা এগিয়ে। ছাত্রীরা পাস করেছে ৪৮ হাজার ৫৩ জন এবং ছাত্ররা পাস করেছে ৪৭ হাজার ৪৪২ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩১২ জন। যেখানে গত বছর পেয়েছিল ২ হাজার ৮৯ জন।