চাঁপাইনবাবগঞ্জে মা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা টোয়েন্টিফোর.কম,চাঁপাইনবাবগঞ্জ 
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জে মা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান। বুধবার (১৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শওকত আলী এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

মামলার সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম তার জীবদ্দশায় স্ত্রী হাফিজাকে কিছু জমি লিখে দেন। এতে ছেলে ক্ষুব্ধ হয়ে তার মাকে প্রায় সময় মারধর করত। এরই জের ধরে ছেলে হাফিজুর কয়েকজনকে নিয়ে গত ২০১২ সালের ১২ এপ্রিল তার মা হাফিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হাফিজার বাবা মো. আব্দুর রশিদ বাদী হয়ে ৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন হাফিজুরকে আসামি করে ২০১৩ সালের ১০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন