দৌলতদিয়া ও পাংশাতে পদ্মার পানি বিপদসীমার উপরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

দৌলতদিয়া ও পাংশাতে পদ্মার পানি বিপদসীমার উপরে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দৌলতদিয়া ও পাংশাতে পদ্মার পানি বিপদসীমার উপরে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজবাড়ীর তিনটি পয়েন্টের মধ্যে দুটি দৌলতদিয়া ও পাংশাতে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর পয়েন্টে রয়েছে বিপদসীমার নিচে।

রাজবাড়ী জেলা প্রশাসকোর কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ শুক্রবার (১৯জুলাই) সকাল ৬টায় পরিমাপকৃত প্রতিবেদন অনুযায়ী রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়াতে পদ্মার পানি দশমিক ৫৪ সেন্টিমিটার এবং পাংশার সেনগ্রাম পয়েন্টে দশমিক ৩১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর পয়েন্টে এখন পদ্মার পানি বিপদসীমার ১.২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর বেশ কয়েকটি গ্রাম নতুন করে ভাঙনের শিকার হচ্ছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বৃষকের ফসলি জমি ও বসতভিটা।

বিজ্ঞাপন

আর দৌলতদিয়ায় নদীতে পানি বৃদ্ধির ফলে স্রোতের তীব্রতা বেড়ে গেছে। যার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। উভয় পাড়ে অপেক্ষা করছে হাজারও যানবাহন। যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে চালক ও শ্রমিকরা।