বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে এক কলেজছাত্র।
নিহতের নাম মো. রাব্বী (১৫)। সে শেরপুরের সাধুবাড়ি গ্রামের সায়দুল হকের ছেলে। সাধুবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। আহতের নাম জিনাম (১৯)। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধরমোকাম (যমুনা পাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুই বন্ধু রাব্বী এবং জিনাম শেরপুর উপজেলার খানপুর এলাকায় বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ধরমোকাম নামকস্থানে বিপরীতমুখী চাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-২৯৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাব্বী মারা যায়। এসময় আহত জিনামকে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, জনগণের হাতে আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।