ঝিনাইদহে দেখা মিলেছে ৩৫ মণ ওজনের গরু
ঝিনাইদহের একটি খামারে দেখা মিলেছে ৩৫ মণ ওজনের এক গরুর। যার নাম দেওয়া হয়েছে যুবরাজ। প্রতিদিন গরুটি দেখতে খামারে ভিড় করছে উৎসুক জনতা।
শুক্রবার (১৯ জুলাই) সদর উপজেলার দুর্গাপুর গ্রামে সরেজমিনে দেখা মেলে ৩৫ মণ ওজনের এই গরুটির। গরুটির মালিক শাহ আলম নিজ খামারে যুবরাজের দেখাশোনা করেন বলেও জানা যায়।
শাহ আলম বলেন, 'বর্তমানে খামারে ৮ টি বড় গরু রয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ মণ ওজনের একটি গরু আছে যার নাম দিয়েছি যুবরাজ। ইতিমধ্যে গরুটির দাম হয়েছে ২২ লাখ টাকা।'
এদিকে, যুবরাজকে দেখতে প্রতিদিন তার খামারে ভিড় করছেন শত শত মানুষ।
তার খামারে গরু দেখতে আসা শৈলকুপা উপজেলার পলাশ হোসেন বলেন, 'বড় গরুর কথা শুনে আজ দেখতে এসেছি। এত বড় গরু আমি জীবনে দেখিনি।'
হরিণাকুন্ডু উপজেলার মিলু হোসেন বলেন, 'শাহ আলমের খামারে গরু দেখে আমারও গরু পালনের ইচ্ছা হয়েছে। তার খামারে গরু দেখতেও ভালো লাগে।'
গ্রামের নাসির উদ্দিন নামের এক কৃষক বলেন, 'গরুটি দেখতে অনেক মানুষ ভিড় করছে। তাই আমিও দেখতে এসেছি।'