সোনাগাজীতে দুর্বৃত্তদের হাতে নারী খুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আনার আহমেদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম- হাজেরা আক্তার (৩৬)। তিনি আনার আহমেদের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

বিজ্ঞাপন

নিহতের স্বজনেরা জানান, হাজেরাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নাভির ও বুকের ওপর ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে সোনাগাজী থানায় নিয়ে যায়।

নিহতের ভাই এ এইচ এম মান্নান মুন্না নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। তিনি বলেন, আমার বোন খুব সরল এবং শান্ত প্রকৃতির ছিল। আমার বোনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে আমার বোনের খুনের রহস্য উদঘাটনের জোর দাবি জানাই।

বিজ্ঞাপন

দুপুরে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ভোররাত পৌনে ৪টা থেকে হাজেরা নিখোঁজ ছিলেন। পরে ভোর ৬টার দিকে বাড়ির উত্তর দিকের সেপটিক ট্যাংকের ওপরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানা যায়নি। খুনের রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।