পঞ্চগড়ে বৃক্ষমেলা শুরু, চলবে ১০দিন
পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়াম চত্বরে চলছে বৃক্ষমেলা। শনিবার (২০ জুলাই) দুপুরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
মেলা বনজ, ফলজ ও ওষুধি বৃক্ষের প্রদর্শনী ও বিক্রি চলছে। মেলায় বসেছে ৩০টি স্টল। ১০ দিনের এই মেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ প্রমুখ।
এর আগে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।