কুমিল্লায় প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত, আহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রুপিয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত রুপিয়া চৌদ্দগ্রাম পৌর এলাকার পাঁচরা গ্রামের হাফেজ আহমেদের স্ত্রী। এ ঘটনায় নারী-শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২১ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের ছেলে আবদুল জলিল অনু বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, রুপিয়া বেগমসহ মোট তিনজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি রিকশা চৌদ্দগ্রাম বাজারে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দ্রুতগামী অজ্ঞাত একটি প্রাইভেট কার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রুপিয়া বেগম ও রিকশাচালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। বাকিদের গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বার্তাটোয়েন্টিফোর.কম-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।