ভারত-বাংলাদেশের বন্ধন অটুট থাকবে: রীভা গাঙ্গুলি
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ‘ভারত-বাংলাদেশের সম্প্রীতির বন্ধন চিরদিনের। সে বন্ধন অটুট থাকবে। দু’দেশের ব্যবসায়ীরা যেন সহজ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার (২৩ জুলাই) সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
এ সময় রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশি আমদানি ও রফতানিকারকদের বিভিন্ন সমস্যা ও ব্যবসা-বাণিজ্যের কথা শোনেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহীস্থ ভারতীয় সহকারী কমিশনার সঞ্জিব কুমার ভাটি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু, প্রধান উপদেষ্টা কবিরুর রহমান খাঁন, চাঁপাইনবাবগঞ্জ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কুনাল মুখার্জিসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।
এর আগে সকালে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় দেশের দুই বন্দরের অবকাঠামো ঘুরে দেখেন। এছাড়া মহদিপুর স্থলবন্দরও পরিদর্শন করেন তিনি।