শান্তিপূর্ণভাবে চলছে কাঞ্চন পৌরসভার ভোটগ্রহণ
নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
কাঞ্চন পৌরসভায় প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ। এই নির্বাচনে পৌরসভার মোট ৩৫ হাজার ৬৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫০০ জন।
নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন রফিকুল ইসলাম রফিক। এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা নারিকেল গাছ প্রতীকে, সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া জগ প্রতীকে ও অ্যাড আমিরুল ইসলাম ইমন মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে লড়ছেন।
এ দিকে সকাল ৮ টা থেকে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন।
এ পৌরসভার ১৭টি কেন্দ্রের ভেতর গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ০৮ টি, সাধারণ কেন্দ্র ০৯ টি। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এক জন এসআই/এএসআইসহ অস্ত্রসহ ০৬ জন পুলিশ রয়েছে এবং আনসার রয়েছে ১২ জন।
এছাড়া সাধারণ কেন্দ্র গুলোতে এক জন এসআই/এএসআইসহ অস্ত্রসহ ০৫ জন পুলিশ এবং ১২ জন আনসার নিরাপত্তায় রয়েছে।