চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ৪ কোটি টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে চৌমুহনীর করিমপুর রোডের আল মামুন হার্ডওয়্যার ও শাহী বিরানী হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, বুধবার রাত ১২টার দিকে বাজারে করিমপুর রোডের আল মামুন হার্ডওয়্যারে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার একঘণ্টা পরে দ্বিতীয়বার আবার আগুন ছড়িয়ে পড়ে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564038492232.jpg

বিজ্ঞাপন

আল মামুন হার্ডওয়্যারের কর্ণধার আল মামুন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বার্জার পেইন্টের মূল্যবান রং ও অন্যান্য মালামাল এবং নগদ টাকা পুড়ে অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খবর পেয়ে চৌমুহনী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণসহ আমরা প্রায় তিন ঘণ্টা কাজ করেছি।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আল মামুন হার্ডওয়্যার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত ছাড়া আল মামুন হার্ডওয়্যারের ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না। মোট চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জাহেদা থ্যাই অ্যালুমিনিয়াম ও চৌধুরী ট্রেডাস নামের দুটি দোকান অগ্নিকাণ্ডে হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে।