বগুড়ায় ৮ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে
বগুড়া জেলায় তিনটি ইউনিয়নে চেয়ারম্যান এবং ৮টি ওয়ার্ডে সদস্য পদে ৩৯টি ভোটকেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তিনজন ইউপি চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় এবং মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া ৮টি ওয়ার্ডে উপনির্বাচন চলছে।
যে সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে সেগুলো হচ্ছে বগুড়া সদরের শাখারিয়া, শিবগঞ্জের রায়নগর এবং গাবতলীর রামেশ্বরপুর। ইউপি সদস্য পদে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ২নং ওয়ার্ড, জামগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নে ৮নং ওয়ার্ড, জোড়গাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড, আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এবং শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড।
ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি কম। তবে নারী ভোটাররা সকাল থেকেই ভোট দিতে আসছেন। উপনির্বাচন হওয়ার কারণে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা কম। কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ র্যাব ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ৩৯টি কেন্দ্রে ৮৫ হাজার ২৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।