কাঞ্চন পৌরসভা নির্বাচন

আ.লীগের প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর. কম, নারায়গঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সকাল থেকে চলছে কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সকাল থেকে চলছে কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে ভোটার ও পোলিং এজেন্টদের বের করে দেয়া ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ভুইয়া এ অভিযোগ তোলেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সাংবাদিকদের কাছে ৩ টি কেন্দ্রের ব্যাপারে অভিযোগ তুলে ধরেন মজিবুর রহমান ভুইয়া। তিনি বলেন, তার জগ প্রতীকে কাজ করা পোলিং এজেন্ট এবং তার ভোটার সমর্থকদের বেছে বেছে বের করে দিচ্ছে রফিকুল ইসলাম রফিক। এ ব্যাপারে পুলিশ ও রিটার্নিং অফিসারকে অবহিত করা হলেও তাতে ব্যবস্থা নেয়া হয়নি।

বিজ্ঞাপন

কেন্দ্র ৩ টি হচ্ছে কাঞ্চন পৌরসভার সলিমুল্লাহ হাই স্কুল কেন্দ্র, কালদী মাদ্রাসা কেন্দ্র এবং রানীপুরা কেন্দ্র।

তবে পুলিশ সূত্র জানায়, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি সেখানে। মজিবুর রহমান ভুইয়ার অভিযোগের কোন সত্যতা মিলেনি।

বিজ্ঞাপন

মজিবুর রহমান ভুইয়া দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে আসলেও এবার তিনি স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। রফিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন।

এছাড়া স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অন্য ২ প্রার্থীরা হচ্ছেন বর্তমান মেয়র আবুল বাশার বাদশা এবং অ্যাড আমিরুল ইসলাম ইমন।