ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ভাবেই অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। এ বিষয়ে ফার্মাসিস্টসহ সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। ওষুধ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি তদারকি করতে হবে। ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক না কিনতে রোগী ও তাদের স্বজনদেরকেও সচেতন হতে হবে।

রোববার (২৮ জুলাই) দুপুরে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও জেলা ড্রাগ সুপার ফজলুর রহমানসহ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা।

বিজ্ঞাপন