ঢাকায় আক্রান্ত ৭ ডেঙ্গু রোগী চাঁপাইনবাবগঞ্জে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া ৭ রোগীর প্রত্যেকেই ঢাকায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) থেকে রোববার (২৮ জুলাই) পর্যন্ত এই সাতজন সদর হাসপাতালে ভর্তি হন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সাতজনের মধ্যে ছয়জনই নিশ্চিতভাবেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। বাকি একজনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ছয়জনই ঢাকায় অবস্থান করা সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চাঁপাইনবাবগঞ্জ আসেন। অন্যজনও ঢাকা থেকেই জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ আসেন। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও সার্বক্ষণিক মশারির ভেতরে রাখা হচ্ছে তাদের।
আক্রান্তরা হলেন, সদর উপজেলার দেবীনগর ধুলাউড়ির মজিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০), ইসলামপুর উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ আলী (২৫), বালুবাগানের কামরুজ্জামানের ছেলে শাহীন আলী (২১), সুন্দরপুর গ্রামের জোবদুল হকের ছেলে বাবু, সতেরশিয়ার ইব্রাহিম আলীর ছেলে শাহীন (১৭), উপ-রাজারামপুরের ইসমাইল হোসেনের ছেলে রনি।