ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে হবিগঞ্জে তিনজন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ইমন/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ইমন/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগী হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীমা রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন- ‘গত দুইদিনে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে হবিগঞ্জ আসার পর বিষয়টি তারা জানতে পেরে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশংঙ্কাজনক। তাই তাদেরকে রোববার রাত ৮টার দিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি একজন হবিগঞ্জ সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।’

আক্রান্তরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের এমরান মিয়ার ছেলে ইমন মিয়া, শায়েস্তগঞ্জের কদমতলী গ্রামের মকসুদ আলীর ছেলে জালাল মিয়া ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের সুন্দর আলীর পুত্র ইউসুফ আলী।

বিজ্ঞাপন

এর মধ্যে ইমন বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।