মধ্যরাতে আটকে পড়েছে লঞ্চ, যাত্রী উদ্ধার হয়নি
ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি জামাল-৫ বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর ডুবোচরে আটকে পড়েছে।
রোববার মধ্যরাতে যাত্রীদের নিয়ে ডুবোচরে আটকে পড়লেও সোমবার (২৯ জুলাই) দুপুর ২টা পর্যন্ত যাত্রীদের উদ্ধারে কোন উদ্যোগ নেওয়া হয়নি। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী রয়েছেন।
ডুবোচরে আটকে পড়া যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চে পর্যাপ্ত খাবার না থাকায় অনেক যাত্রী সকাল থেকে অনাহারে রয়েছেন।
পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে তারা যাত্রীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করছে।
এম ভি জামাল-৫ লঞ্চের সুপারভাইজার আব্দুল কাদের জানান, জোয়ারের সময় ডুবোচর থেকে লঞ্চটি নামানোর জন্য চেষ্টা করা হবে। গত রাতে নদী উত্তাল থাকায় ঢেউয়ের কারণে লঞ্চটি ডুবোচরে আটকে যায়।
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, আটকে পড়া লঞ্চের যাত্রীদের উদ্ধারে একটি লঞ্চ পাঠানো হয়েছে।