মাধবপুরে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

হবিগঞ্জের মাধবপুরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুস সালাম (৫৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ। কিন্তু পরিবারের দাবি, ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার গন্ধবপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সালাম ওই গ্রামের আব্দুল মোতালিবের ছেলে এবং একই গ্রামের ইদ্রিস আলীর পুকুরের নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিজ্ঞাপন

আব্দুস সালামের ভাই আবুল কালাম ও স্ত্রী আমেনা খাতুন জানান, একই গ্রামের মোহাম্মদ আলীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন আব্দুস সালাম। পরবর্তীতে টাকা পরিশোধ করতে না পারায় মোহাম্মদ আলী সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এছাড়া পাওনা টাকার জন্য প্রায়ই মোহাম্মদ আলী মানসিক নির্যাতন করতেন। রোববারও আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুনকে টাকার জন্য অপমান করেন মোহাম্মদ আলী। এতে রাগে ও অপমানে আত্মহত্যা করেছেন তিনি।

তবে অভিযুক্ত মোহাম্মদ আলী জানান, আব্দুস সালাম কিছুদিন আগে পাওনা টাকা পরিশোধ করে দিয়েছেন। সুতরাং তার মৃত্যুর পেছনে পাওনা টাকার কোনো সম্পর্ক নেই।

মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এখনই বলা সম্ভব না।