অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ লাখ টাকা হারালেন ব্যবসায়ী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গায় গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ লাখ টাকা হারালেন আবুল হোসেন (৪০) নামের এক গরু ব্যবসায়ী।

আবুল চট্টগ্রামের চন্দ্রনাইয়া হামনদাড়ি গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবুল তিন দিন আগে গরু কিনতে চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গায় আসেন। সোমবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে গরু কিনতে যান তিনি। পরে চায়ের দোকানে চা খেতে বসলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এসময় তার কাছে থাকা ১০ লাখ টাকা খোয়া যায়। পড়ে হাটের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইনচার্জ শামীম কবির জানান রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

বিজ্ঞাপন