উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সেপটিক ট্যাংকে নেমে মৃত শ্রমিকের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সেপটিক ট্যাংকে নেমে মৃত শ্রমিকের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর শহরে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে পৌর শহরের মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/30/1564465378445.jpg
আহত শ্রমিক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

নিহতরা হলেন, রেজাউল (২৮) ও আলামিন (৩২)। আর আহত শ্রমিক আল আমিনকে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন জানান, উল্লাপাড়া পৌর শহরের মুক্তমঞ্চ এলাকার রামকৃষ্ণ সাহা ও গোবিন্দ সাহার নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকদিন আগে সেপটিক ট্যাংক বসানোর কাজ সম্পন্ন হয়। তবে নির্মাণের পরে সেটা অব্যবহৃত ছিল। মঙ্গলবার সকালে ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে কাজ করতে নামেন তিন শ্রমিক। এ সময় ভেতরে থাকা গ্যাস কার্বন মনোক্সাইড তাদের নাক-মুখ দিয়ে প্রবেশ করায় অচেতন হয়ে যান তারা। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রেজাউল ও আলামিনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।