মাছের ড্রামের ভেতরে ফেনসিডিল, আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

চুয়াডাঙ্গায় মাছের ড্রামে তল্লাশি চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে হিজলগাড়ি দোস্তবাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার মদনা পশ্চিম পাড়ার মকছেদ আলির ছেলে হাসান ও একই উপজেলার ঝড় হালদারের ছেলে রাম প্রসাদ।

বিজ্ঞাপন

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দামুড়হুদার দর্শনা থেকে হিজলগাড়ি পথে আলমসাধু যোগে ফেনসিডিল নিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদেরকে গতিরোধ করে তল্লাশি করলে মাছের ড্রামের ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ওই দুইজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, আসামিদের সদর থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন