কুমিল্লায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে অক্সিজেনের অভাবে দুই শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন (১৮) ও চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২৬)।
জানা গেছে, মৃত ওই দুই নির্মাণ শ্রমিক সাটারিংয়ের বাঁশ খুলতে সেপটিক ট্যাংকের ভেতরে নামে। পরে অক্সিজেনের অভাবে তারা অজ্ঞান হয়ে যায়। এ সময় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার (৩১ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।