বেনাপোল বন্দরে বাণিজ্য সচল
বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ বৈঠকে বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য পুনরায় সচল হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকাল ৫টায় ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিলে সন্ধ্যা থেকে কিছু পণ্যের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে।
এর আগে বেনাপোল বন্দরের শ্রমিক ও সিএন্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে বকশিসের নামে চাঁদাবাজির অভিযোগ আনেন ভারতীয় ট্রাক চালকরা। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুলাই) ভারতের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে ফলপ্রসু বৈঠক হয়েছে। এতে ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।’
জানা যায়, বর্তমানে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সপ্তাহে ছয় দিনে ২৪ ঘণ্টা বাণিজ্য চলে। প্রতিবছর এ বন্দর থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে।