ভ্রাম্যমাণ আদালত দেখে দোকান বন্ধ করে রাস্তায় ব্যবসায়ীরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

বগুড়া শহরে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতে গেলে একজোট হয়ে ফার্মেসি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। পরে তারা রাস্তায় অবস্থান নেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের খান মার্কেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের দিকে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে একটি দল শহরের খান মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওষুধ ব্যবসায়ীরা একের পর এক দোকান বন্ধ করে দেন। এরপর তারা শহরের সাতমাথা রাস্তায় অবস্থান নেন। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

বিজ্ঞাপন

এ সময় ব্যবসায়ীদেরকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর চড়াও হয় তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং একজনকে আটক করে। এরপর ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেউ বাধা দেয়নি। দোকান বন্ধ করা হলেও পরে খোলা হয়েছে।

বিজ্ঞাপন