সিরাজগঞ্জে আরও ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গুতে আক্রান্তরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ডেঙ্গুতে আক্রান্তরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন সরকারিসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৬ জন রোগী শনাক্ত করা হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্তরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, খাজা ইউনুস আলী হাসপাতাল, নর্থবেঙ্গল হাসপাতাল, আভিসিনা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/01/1564656764017.jpg

অন্যদিকে সদর হাসপাতালে বেড ও চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, সরকারি-বেসরকারি মিলে জেলায় মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর যেহেতু জেলা থেকেও মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তাই এডিস মশা নিয়ে একটি টিম কাজ শুরু করেছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে। জেলার সকল বাসিন্দাকে বাড়িঘরের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।