মানুষের মধ্যে জুজুর ভয়: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নগরবাসীর মধ্যে দায়িত্ব ও সচেতনতা কমে গেছে। কেউ কোনো অপরাধ বা কোনো ভুল দেখলেও আমরা কথা বলতে চাই না। মানুষের মধ্যে কেমন যেন একটা জুজুর ভয়। এখন সবাই বড় লোক হতে চায়। সততার চাইতে বড় লোক হবার প্রবণতা বেড়েছে।’
মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে দোকানদারদের অনেক বলা হয়েছে, রাস্তায় ময়লা ফেলবেন না। জরিমানাও করা হয়েছে। তারপরও তারা শুনছেন না। তাই শিক্ষার্থীরা যদি দোকানদের গিয়ে বলে, এখানে পলিথিন ও ময়লা ফেলবেন না। তখন তাদের লজ্জা হবে।’
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রচনা প্রতিযোগিতার সনদ ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আইভী বলেন, ‘চেষ্টা করছি নারায়ণগঞ্জ সুন্দর করার জন্য। এতে তোমাদের সহযোগিতা প্রয়োজন। তোমরা মা-বাবাসহ বড়দের বলবে, যাতে রাস্তায় ময়লা না ফেলে। তোমরা তো নিজেদের ঘর পরিষ্কার রাখ। তেমনি তোমার শ্রেণিকক্ষ, স্কুল ও স্কুলের সামনের রাস্তা পরিষ্কার রাখতে কাজ করবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে ‘নগর পরিচ্ছন্নতায় ছাত্র সমাজের ভূমিকা’ বিষয়ক ঐ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সহ নগর পরিচ্ছন্ন কর্মকর্তা, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।