ফেনীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যয়ভার নিলেন এমপি
ফেনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
শুক্রবার (২ আগস্ট) বিকালে শহরের বেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে এক মতবিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এরই প্রেক্ষিতে তিনি ফেনী জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক দেখভালের জন্য জেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য ২০০ মশারি প্রদানেরও ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আকরামুজ্জামান, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক একে শহীদ খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ ফেনীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।