১৯ হাজার ৪০০ ইউএস ডলারসহ পাচারকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

আটক  মুজিবর রহমান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

আটক মুজিবর রহমান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৯ হাজার ৪০০ ইউএস ডলারসহ মুজিবর রহমান (৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক পাচারকারী ঢাকার কদমতলি উপজেলার স্মৃতিধারা গ্রামের রমিজউদ্দীন মোল্লার ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে বিআরটিসি পরিবহনের একটি বাস থামায়। এরপর সন্দেহভাজন ব্যক্তির শরীর তল্লাশি করে ১৯ হাজার ৪০০ ইউএস ডলার উদ্ধার করে।

বিজ্ঞাপন

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।