কুমিল্লার ফল মার্কেটে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

কুমিল্লার বৃহৎ ফল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) ভোরে মহানগরীর টমছমব্রীজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো ইয়াছিন ফল ফ্রুডস, মায়ের দোয়া ফল, জসিম ফল ফ্রুডস, ফাতেমা ফল ফ্রুডস, কবির ফল দোকান, মা-বাবার দোয়া ফল দোকান, জয় ফল বিতান, তুষার ফল বিতান ও একটি চা দোকান রয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র কর্মকর্তা ফারুক আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮টি দোকান পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে বলে জানান এ কর্মকর্তা।