বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি ও মাদকসহ নারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি. বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি. বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৪ আগস্ট) রাত ৮টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক রেহেনা বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী। তারা স্বামী, স্ত্রী দুজনেই অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এক নারী নিজ বাড়িতে অস্ত্র বেচাকেনা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনা বেগমকে আটক করে পুলিশ। তবে তার স্বামী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বার্তাটোয়েন্টিফোরকে বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার (০৫ আগস্ট) তাকে যশোর আদালতে পাঠানো হবে।