না.গঞ্জে অস্ত্র মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র মামলায় আলোচিত যুবলীগ সন্ত্রাসী রিপন খাঁন ওরফে চশমা রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (৫ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এই আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডিত যুবলীগ নেতা রিপন নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে। সে কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা বলে পরিচিত।

আদালতের এপিপি জাসমিন জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুর নয়ামাটি এলাকায় দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ এবং ৫০ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেফতার করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের এসআই মো. আইয়ুব আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ঐ মামলায় জামিনে বেরিয়ে পলাতক রয়েছে সে।

বিজ্ঞাপন