দাফনের ৪৯ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
দাফনের ৪৯ দিন পর আদালতের নির্দেশে হেদায়েত আলী নামে একজনের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৭ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের পূর্বপাড়া গোরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, গত ১৯ জুন রাতে হাসনহাটি গ্রামে দুর্বৃত্তদের লাঠির আঘাতে মারা যান হেদায়েত। পরে ময়নাতদন্ত শেষে হেদায়েতের লাশ নিজ গ্রামে দাফন করা হয়। পরে এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ও ডাক্তার মিলে মিথ্যা ময়নাতদন্ত রিপোর্ট বানিয়েছে বলে আদালতে অভিযোগ করেন হেদায়েতের ছেলে আক্তার হোসেন। তিনি তার বাবার লাশের পুনরায় ময়নাতদন্ত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ কবর থেকে লাশ উত্তোলন করে সিআইডি।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা।