বিএনপি নেতা হত্যা: প্যানেল মেয়র ফের কারাগারে
বগুড়ায় বিএনপি নেতা আ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামকে আবারও জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খালিদ হাসান এই আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট আমিনুল ইসলাম জেলা কারাগার থেকে মুক্তি পান।
জানা গেছে, গত ২১ জুলাই হাইকোর্ট বিভাগ আমিনুল ইসলামকে ৬ মাসের আগাম জামিন দেন। বাদী পক্ষ ১ আগস্ট জামিনের বিরুদ্ধে আ্যপিলেট ডিভিশনে আবেদন করলে চেম্বার জজ জিন্নাত আরা আমিনুল ইসলামের জামিন স্থগিতের আদেশ দেন। ওই দিনই বগুড়া জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল বাছেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমিনুল জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি গত ৬ আগস্ট আ্যাপিলেট ডিভিশনকে জানানো হয়। চেম্বার জজ বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলামকে বৃহস্পতিবার থেকে ১৪ আগস্টের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন। সেই অনুযায়ি আমিনুল বৃহস্পতিবার স্বেচ্ছায় আদালতে হাজির হন।