নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় স্থানীয় বিলে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ফেরদৌস মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় বাচ্চু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ফেরদৌস মিয়া উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১০ আগস্ট) দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে ফেরদৌস মিয়া স্থানীয় বিলে টর্চ লাইটের আলোর সাহায্যে মাছ ধরতে গেলে বিলের ইজারাদার বকুল মিয়ার লোকজন তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ফেরদৌস মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

বিজ্ঞাপন

নিহতের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।