কুমিল্লায় ডেঙ্গুতে স্কুল শিক্ষিকার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহত ফাতেমা আক্তার সোনিয়া, ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহত ফাতেমা আক্তার সোনিয়া, ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার সোনিয়ার (২৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা আক্তার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং হোমনা সদরের সরকার বাড়ির মাস্টার মো. মোকবল হোসেনের মেয়ে।

রোববার (১১ আগস্ট) ভোরে ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত ফাতেমার পিতা মাস্টার মো. মোকবল হোসেনের বার্তাটোয়েন্টিফোর.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ থাকায় তার মেয়ে ফাতেমা ঢাকায় অবস্থান করছেন। পরবর্তীতে ফাতেমাও ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে সে মারা যায়।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে ফাতেমা অবিবাহিত ছিলেন। রোববার বাদ আসর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।